৭ খুন মামলার চার্জশিটে ৩ র্যাব কর্মকর্তাসহ আসামী ৩৫
প্রকাশিত হয়েছে : ১:২৭:৩১,অপরাহ্ন ০৮ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক::
নারায়নগঞ্জের আলাচিত সাত খুনের ঘটনায় র্যাবের তিন কর্মকর্তাসহ ৩৫ জনকে আসামী করে আদালতে মামলার চার্জশিট দেয়া হয়েছে। বুধবার বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা মামুনুর রশিদ মণ্ডল জেলার নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম চাঁদনী রূপমের আদালতে এ চার্জশিট জমা দাখিল করেন। আদালত ১১ মে শুনানির জন্য দিন ধার্য্য করেছেন।
এ সময় আদালতে মামলার একটি বাদী ও নিহত ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি উপস্থিত ছিলেন।
এর আগে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ জাকারিয়া বলেন, সাত খুনের ঘটনায় চার্জশিট দাখিলের পর জেলা পুলিশ সুপার তার কার্যালয়ে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক কথা বলবেন।
সাত খুনের দুটি মামলায় এ পর্যন্ত র্যাবের ১৭ সদস্যসহ মোট ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে র্যাব-১১ এর সাবেক অধিনায়ক লে. কর্নেল তারেক মোহাম্মদ সাঈদ, উপ-অধিনায়ক মেজর আরিফ হোসেন, লে. কমান্ডার এম এম রানাসহ র্যাবের ১৯ জন সদস্য রয়েছেন। বাকি ১১ জন মামলার প্রধান সন্দেহভাজন আসামি নূর হোসেনের ঘনিষ্ঠ ও বেতনভুক্ত কর্মচারী। নূর হোসেন বর্তমানে কলকাতার একটি কারাগারে বন্দী রয়েছেন।