সাহাবা ও তাবেয়িদের যুগে মহামারি
পৃথিবীর ইতিহাসে অনেক বড় বড় মহামারি হয়েছে। মহামারি দেখা দিয়েছিল সাহাবায়ে কিরাম ও তাবেয়িদের সোনালি যুগেও। নিম্নে তেমন কিছু ঘটনা সংক্ষিপ্ত আকারে তুলে ধরেছেন মুফতি সাইফুল ইসলাম। সাহাবাযুগে মহামারি আবদুল্লাাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত যে উমার (রা.) শামের দিকে রওনা হলেন। সারগ পর্যন্ত পৌঁছলে আজনাদ অধিবাসীদের (প্রতিনিধি ও অধিনায়ক) আবু উবায়দা ইবনে জাররাহ (রা.) …বিস্তারিত