৫০০ ও ১০০০ টাকার নোট নিয়ে ভয়ানক প্রতারণা
প্রকাশিত হয়েছে : ২:২৩:৫৯,অপরাহ্ন ২০ মে ২০১৫
নিউজ ডেস্ক::
ব্যাংকগুলোতে একটি সংঘবদ্ধ চক্র ১০০০ ও ৫০০ টাকার নোট নিয়ে প্রতারণা শুরু করেছে। তারা প্রচলনযোগ্য ভালো একটি নোটের সঙ্গে বাজারে অপ্রচলনযোগ্য নোটের অসম্পূর্ণ অংশ জোড়া দিয়ে একপাশ থেকে দুটি নোট তৈরি করছে। এক পাশে স্ট্যাপলার পিন, সেলাই বা বাইন্ডিং করে দুটি নোট তৈরি করছে। যে পাশে দুটি অংশ রয়েছে ওই পাশ দিয়ে গণনা করা হয় এবং যে পাশে একটি অংশ থাকে ওই পাশে বাইন্ডিং করা হয় বলে এই প্রতারণার ঘটনা ধরা পড়ে না।
ব্যাংক থেকে টাকা বেরিয়ে গেলে গ্রাহক যখন বাইন্ডিং খুলে টাকার ব্যবহার শুরু করেন তখন প্রকৃত ঘটনা ধরা পড়ে। সম্প্রতি ব্যাংকগুলোতে অতি মাত্রায় এই ধরনের প্রতারণার ঘটনা ধরা পড়ছে।
ব্যাংকের বিভিন্ন শাখায় খোঁজ নিয়ে দেখা গেছে, যেসব গ্রাহক বিশেষ করে বড় অংকের লেনদেন করে তাদের ক্ষেত্রে এই ধরনের নোট পাওয়া যাচ্ছে। গ্রাহক শাখা থেকে বান্ডিল আকারে ১০০ পিসের ৫০০ বা ১০০০ টাকার নোট নিয়ে যাচ্ছেন। নোটের বান্ডিল ভেঙে যখন পিস আকারে অন্যকে দিচ্ছেন তখন প্রকৃত ঘটনা ধরা পড়ছে। পরে এই ঘটনা ব্যাংককে জানালে ব্যাংক আর দায়িত্ব নিচ্ছে না। পুরো দায় পড়ছে গ্রাহকের ওপর। এই ধরনের প্রতারণার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন গ্রাহকরা।