৫-৩ গোলে চেলসির হার
প্রকাশিত হয়েছে : ১১:২৫:৪৩,অপরাহ্ন ০২ জানুয়ারি ২০১৫
ডেস্ক রিপোর্ট :: স্বাগতিক টটেনহ্যাম ৫-৩ গোলে হারিয়েছে চেলসিকে। বৃহস্পতিবার রাতে চেলসিকে হারায় এ দলটি।
এতে বছরের শুরুটা তিক্ত হলো মরিনহোর। পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও পড়েছে শঙ্কায়। এতে চেলসি ও ম্যানসিটির পয়েন্ট এখন ৪৬। একই দিনে ম্যানচেস্টার সিটি ৩-২ গোলে হারিয়েছে সান্ডারল্যান্ডকে।
হোসে মরিনহোর অধীনে এই প্রথম চেলসি কারও কাছে পাঁচ গোল হজম করল। এদিন ম্যাচের ১৮তম মিনিটে সফরকারী চেলসিকে এগিয়ে দেন দিয়েগো কস্তা। তবে ৩০তম মিনিটে টটেনহ্যামকে সমতায় ফেরান কেইন। তিনি পরে ৫২তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন।
এর আগে ৪৪তম মিনিটে রোস ও ৪৫তম মিনিটে টাউনসেন্ড টটেনহ্যামকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন। আর ৬১তম মিনিটে ইডেন হ্যাজার্ড ও ৮৭তম মিনিটে জন টেরি চেলসির পক্ষে গোল করলেও তাদেরর রক্ষা হয়নি।(সূত্র : বিবিসি)