৪ ডিসেম্বর থেকে আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব
প্রকাশিত হয়েছে : ৮:০২:২৬,অপরাহ্ন ১৬ নভেম্বর ২০১৪
বিনোদন ডেস্ক :: শুরু হতে যাচ্ছে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের নিয়মিত আয়োজিত ১৩তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব।
আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হয়ে উৎসব চলবে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয়।
এবারের উৎসবে প্রায় ৫০ টি দেশের ৪০০ শত ছবি থেকে বাছাই করা ২০০ ছবি প্রদর্শিত হবে। উৎসবের মূল কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে বাংলাদেশ জাতীয় জাদুঘর, বেগম সুফিয়া কামাল জাতীয় গণ গ্রন্থাগার অধিদপ্তরের মূল মিলনায়তন,বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তন। উৎসবের অন্যান্য কেন্দ্র হিসেবে থাকছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাশিয়ান সাংস্কৃতিক কেন্দ্র (ধানমন্ডি)।
উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে ৪ ডিসেম্বর বিকেল ৪ টায় শাহবাগস্থ জাতীয় জাদুঘর মিলনায়তন এ। উৎসব উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত। অন্যান্য দেশি বিদেশি চলচ্চিত্রব্যক্তিত্ব ও আমন্ত্রিত অতিথিবর্গ এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
১১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৫ টায় জাতীয় জাদুঘর মিলনাতনে আটদিন ব্যাপী উৎসবের সমাপনী ঘোষনা ও উৎসবে বিজয়ী শ্রেষ্ঠ চলচ্চিত্র সমূহকে পুরস্কৃত করা হবে। বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য মন্ত্রী জনাব হাসানুল হক ইনু সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করবেন।
উৎসব পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইফসুফ। সহ-সভাপতি হিসেবে আছেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা জনাব মোরশেদুল ইসলাম।
১৯৮৬ সালে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম প্রতিষ্ঠার পর ১৯৮৮ সাল থেকে নিয়মিত ভাবে দ্বি- বার্ষিক ভিত্তিতে আয়োজিত হয়ে আসছে এ উৎসব।