২৩ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন
প্রকাশিত হয়েছে : ১২:৩৪:৪২,অপরাহ্ন ১৭ মে ২০১৫
তথ্য-প্রযুক্তি ডেস্ক::
স্মার্টফোন দিয়ে ডিসএলআর ক্যামেরার মত ছবি তোলা যায় এমন একট ফোন বাজারে ছেড়েছে জিওনি। স্মার্টফোনটির মডেল জিওনি ইলাইফ ই৮। এটিতে আছে ২৩ মেগাপিক্সেলের ক্যামেরা যা দিয়ে ১০০ মেগাপিক্সেলের ছবি তোলা যায়। ফোনটি ইতোমধ্যে চীনের রেগুলেটরি অথোরিটির সনদ পেয়েছে।
ইলাইফ ই৮ ক্যামেরায় রয়েছে সিমস সেন্সর। যা দিয়ে নিখুঁত ছবি তোলা সম্ভব। এটি দিয়ে এইচ ডি মানের ভিডিও চিত্র ধারণ করা যায়। ক্যামেরাটিতে মাল্টিপল শট নেয়া যায়। এটিতে ৪.৬ ইঞ্চির ডিসপ্লে আছে। ডিসপ্লেতে ১৪৪০ গুণন ২৫৬০ পিক্সেল রয়েছে। ডিসপ্লেতে কোয়াড এইচডি রেজুলেশন এবং হাইপিক্সেল ডেনসিটি সংযোজন করা হয়েছে।
জিওনি ইলাইফ ই৮ স্মার্টফোনটির মূল্য ৪২ হাজার ৯৪১ টাকা।