২শ’ ট্যাবলেট পিসি পেলেন নিম্ন আদালতের বিচারকরা
প্রকাশিত হয়েছে : ১২:৫৩:৪০,অপরাহ্ন ০১ জুন ২০১৫
নিউজ ডেস্ক::
নিম্ন আদালতের বিচারকদের ২শ’ ট্যাবলেট পিসি দেওয়া হচ্ছে। জেলা ও দায়রা জজ আদালতের বিচারকরা এসব পিসি পাচ্ছেন। আইন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবদুল্লা আল-শাহীন জানান, সোমবার মন্ত্রণালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের কাছে এসব ট্যাবলেট হস্তান্তর করেন তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
তিনি আরও জানান, ট্যাবলেট হস্তান্তরের সময় আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগ ডিজিটালাইজেশন কর্মকাণ্ডের অংশ হিসেবেই বিচারকদের এসব ট্যাবলেট পিসি দেওয়া হচ্ছে। এর ফলে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিচার কাজ ত্বরান্বিত হবে, যা মামলাজট
কমাতেও সহায়ক হবে।
এর আগে শনিবার মহিলা জজ অ্যাসোসিয়েশনের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসকে সিনহা বলেন, বিচার বিভাগ ডিজিটালাইজেশনে পিছিয়ে আছে। বিচারকরা সরকারি বরাদ্দের আওতায় ট্যাবলেট পাননি।
তার এ মন্তব্যের দু’দিনের মাথায় আইন মন্ত্রণালয়ের উদ্যোগে বিচারকদের জন্য এসব পিসি দেওয়া হলো।