১৬ ডিসেম্বরের মধ্যে পুরো পাকিস্তানকে অচল করে দেওয়ার হুমকি
প্রকাশিত হয়েছে : ৭:২২:৪৬,অপরাহ্ন ০১ ডিসেম্বর ২০১৪
আন্তর্জাতিক ডেস্ক ::
দাবি পূরণ না হলে ১৬ ডিসেম্বরের মধ্যে পুরো পাকিস্তানকে অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান। ইসলামাবাদে পূর্ব ঘোষিত এক জনসভায় রবিবার এ কথা বলেন তিনি। খবর ডন নিউজ ও পিটিআইয়ের।
ডি-চকে হাজারো জনতার সামনে ইমরান এদিন তার ‘প্ল্যান-সি’ প্রকাশ করেন। ইমরান বলেন, ‘বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আমি লাহোর যাব এবং তা অচল করে দেব। ৮ ডিসেম্বর ফয়সালাবাদ অচল করব। ১২ ডিসেম্বর করাচি গিয়ে অচল করে দেব। ১৬ ডিসেম্বরের মধ্যে পুরো পাকিস্তান অচল করে দেব।’
তিনি বলেন, ‘আমি জানি লাহোরের জনগণ প্রস্তুত… ফয়সালাবাদের সব লোক প্রস্তুত… এবং করাচি, আমি জানি সবাই আমার জন্য অপেক্ষা করছে।’
এ সময় তিনি তার দলের পরবর্তী পরিকল্পনা ‘প্ল্যান-ডি’ প্রকাশের ঘোষণা দেন। আগামী বৃহস্পতিবার তা প্রকাশ করা হবে বলে জানানো হয়।
পাকিস্তানের প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে সাবেক ক্রিকেটার ইমরান বলেন, ‘নওয়াজ শরীফ, বল আপনার মাঠে। আলোচনা করুন, তদন্ত করুন এবং সমাধান করুন। আমরা ১৬ ডিসেম্বরের মধ্যেই পাকিস্তানকে অচল করে দেব। আমি যা করব তার ভার আপনি বইতে পারবেন না। ১০৯ দিন গেছে। নয়া পাকিস্তান প্রতিদিনই একটু একটু করে জেগে উঠছে।’
তিনি বলেন, ‘আমি এমন এক পাকিস্তানী, যে নিজ দেশকে অধঃপতনে যেতে দেখে আপনি (নওয়াজ) এবং জারদারি (পিপিপি প্রধান) ২০১৩ সালের নির্বাচনী ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত।’
ভোট জালিয়াতির ব্যাপারে তিনি আরও বলেন, ‘জারদারি বলেছেন, পাঞ্জাবে ভোট জালিয়াতি হয়েছে। নওয়াজ ও ফজলুর রহমান সিন্ধে ভোট জালিয়াতির কথা বলেছেন। বেলুচিস্তানের দলগুলো সেখানে জালিয়াতির কথা বলেছেন।’
তিনি বলেন, ‘আমি সব আইনজীবী ও শিক্ষিত লোকদের বলতে চাই, যদি সব দলই ভোট জালিয়াতির কথা বলে তাহলে পিটিআই ও ইমরান খানকে কেন জালিয়াতির তদন্তে জিজ্ঞাসাবাদ করা হবে?’
২০১৩ সালের সাধারণ নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ তদন্ত ও প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পদত্যাগ দাবিতে গত আগস্ট থেকে আন্দোলন চালিয়ে আসছেন ইমরান খান। প্রথমপর্বের আন্দোলনের পর এবারকার আন্দোলন নতুন দিকে মোড় নেবে বলে ধারণা করা হচ্ছে।