১৪ সদস্যের টেস্ট দলের ঘোষণা দিল বিসিবি
প্রকাশিত হয়েছে : ১০:৫৯:১৫,অপরাহ্ন ০৩ জুন ২০১৫
খেলাধুলা ডেস্ক ::
ভারত-বাংলাদেশ ক্রিকেট সিরিজের একমাত্র টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বুধবার দুপুরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ এ ঘোষণা দেন।
১৪ সদস্যের এই দলে রয়েছেন- তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, সৌম্য সরকার, রুবেল হোসেন, শুভাগত হোম, তাইজুল ইসলাম, আবুল হোসেন রাজু, জুবায়ের হোসেন লিখন ও মো. শহীদ।
প্রসঙ্গত, আগামী বুধবার (১০ জুন) থেকে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সকাল ১০টায় টেস্টটি শুরু হবে। এই সিরিজে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে সোমবার (৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ভারতীয় ক্রিকেট দলের ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে।