১৪ লাখ টাকা দামি বিষ্ণুমূর্তি উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১২:৫৯:১৪,অপরাহ্ন ০৬ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক::
নওগাঁর মহাদেবপুর উপজেলার ঝাড়গ্রাম নামক স্থানের একটি আম বাগান থেকে একটি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। মূর্তিটির আনুমানিক বাজার মূল্য প্রায় ১৪ লাখ টাকা। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা মূর্তিটি উদ্ধার করেছে।
জেলার পত্নীতলার ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল হাসান (পিএসসি) জানান, ভারতে পাচারের উদ্দেশ্যে মূর্তি কেনাবেচা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ঝাড়গ্রাম নামক স্থানে অভিযান চালিয়ে একটি আম বাগান থেকে মূর্তিটি উদ্ধার করেছে। এর আনুমানিক মূল্য ১৪ লাখ টাকা। তবে টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত মূর্তিটি স্থানীয় কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।