হানিমুনে উর্মিলার পছন্দ ভুটান
প্রকাশিত হয়েছে : ৭:৫৭:৫৮,অপরাহ্ন ২৬ নভেম্বর ২০১৪
বিনোদন ডেস্ক:: গেল অক্টোবরেই আশীর্বাদ হয়েছে লাক্সতারকা ও অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী করের। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের এপ্রিলের ২৯ তারিখ বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হবে। এরই মধ্যে স্বামীর সঙ্গে বিয়ে-পরবর্তী আয়োজন নিয়ে নানা পরিকল্পনা সাজিয়ে রেখেছেন তিনি। বিয়ের পর খুব স্বাভাবিকভাবে নয়া দম্পতি মধুচন্দ্রিমায় যান।
এপ্রিলে বিয়ের পরপরই মধুচন্দ্রিমায় ভুটান যাবেন বলে ঠিক করেছেন উর্মিলা। পৃথিবীতে এর চেয়েও সুন্দর সুন্দর জায়গা রয়েছে। ভুটান কেন? এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, দেশ-বিদেশের অনেক জায়গায় এরই মধ্যেই বেড়ানো হয়েছে। আর ভুটান অনেক প্রিয় একটি জায়গা। বেড়ানোর জন্য এ দেশটিকেই পারফেক্ট বলেই আমাদের মনে হয়েছে। তাই ঠিক করেছি হানিমুনে ভুটানেই যাবো। এদিকে এনটিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি প্যাক’-এ অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে। ফিদা আলী একরাম তোজো পরিচালিত এ নাটকে একজন রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন উর্মিলা। এ চরিত্রটি প্রসঙ্গে তিনি বলেন, এ নাটকটিতে অভিনয় করে প্রচুর সাড়া পাচ্ছি। ভালও লাগছে। আর চরিত্রটি একেবারেই ভিন্ন ধাঁচের।
এ ধরনের চরিত্রে অভিনয় করায় আমার জন্য কাজটি অনেক সহজ হয়েছে। কারণ, আমি বাস্তব জীবনে একজন রাজনীতিবিদ ছিলাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। পাশাপাশি আইনি ছাত্র পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও কাজ করেছি দীর্ঘদিন। তাই চরিত্রটি আমার বাস্তব জীবনের সঙ্গে পুরোপুরিই মিলে গেছে।
সবমিলিয়ে বলা যায়, নাটকটির কাজ করে সত্যিই খুব ভাল লেগেছে। আর তোজো ভাইয়ের পরিচালনা ‘অঘটনঘটনপটীয়সী’ নাটকেও অভিনয় করেছি। সেটি থেকেও অনেক দর্শক সাড়া পেয়েছি।
বর্তমানে উর্মিলা অভিনীত ‘প্যাভিলিয়ন’ ও ‘যোগাযোগ গোলযোগ’ ধারাবাহিক দুটিও প্রচার চলছে। অবশ্য এ মুহূর্তে ধারাবাহিকে সময় দিতে গিয়ে খণ্ড নাটকের কোন কাজ করছেন না তিনি।