হবিগঞ্জে ছাত্রদল নেতা কারাগারে
প্রকাশিত হয়েছে : ১২:২১:৫৭,অপরাহ্ন ১৮ মে ২০১৫
নিউজ ডেস্ক :: বিস্ফোরক মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদের জামিন আবেদন না-মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার (১৮ মে) বেলা ১টার দিকে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত সুলতানা এ নির্দেশ দেন।
চলতি বছরে বিএনপির ডাকা অবরোধ চলাকালে শহরের মুসলিম কোয়ার্টার এলাকাসহ বিভিন্ন স্থানে ট্রাকসহ বেশ কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়। এছাড়া পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনাও ঘটে। এসব ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বিস্ফোরকসহ চারটি মামলা দায়ের করে পুলিশ।
এসব মামলার আসামি সৈয়দ মুশফিক আহমেদ দুপুরে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। এসময় বিচারক তিন মামলায় তার জামিন আবেদন মঞ্জুর করেন। আর বিস্ফোরক মামলায় জামিন আবেদন না-মঞ্জুর করে মুশফিককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
একই সময় দুই মামলায় একই আদালত থেকে জামিন লাভ করেন হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রকি।
আদালতে আসামিপক্ষের আইনজীবী ছিলেন জেলা বারের সভাপতি অ্যাডভোকেট সালেহ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, অ্যাডভোকেট এনামুল হক সেলিম প্রমুখ।