স্বপ্নের শিরোপা জিতল রিয়াল
প্রকাশিত হয়েছে : ১:৫২:১৯,অপরাহ্ন ২১ ডিসেম্বর ২০১৪
স্পোর্টস ডেস্ক: প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেনের জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। ক্লাব বিশ্বকাপের ফাইনালে তারা ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনার ক্লাব সান লরেঞ্জোকে। এর মধ্যদিয়ে সবধরনের প্রতিযোগিতা মিলে টানা ২১ ম্যাচে জয় পেয়েছে রিয়াল।
ম্যাচের শুরু থেকে শেষ অবধি দারুণ খেলেছে রিয়াল। যদিও গোলের জন্য ৩৭ মিনিট অপেক্ষা করতে হয়েছে রিয়ালকে। ক্রুসের পাস থেকে হেডে জালে বল জড়িয়েছেন সার্জিও রামোস। দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেছে রিয়াল। এবার গোল করেছেন গেরেথ বেলে। ৫১ মিনিটে গোলটি করেছেন ওয়েলস তারকা। বাকি সময় গোল হয়নি। তাই এই ব্যবধানে জিতেই প্রথমবারের মতো প্রতিযেগিতার শিরোপা জেতার স্বাদ নিয়েছে রিয়াল।
বলতে গেলে এ বছর দারুণ সময় পার করেছে আনচেলত্তির দল রিয়াল। জিতেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, কোপা দেল রে ও ইউরোপীয়ান সুপার কাপের শিরোপা। আর বছর শেষে স্প্যানিশ জায়ান্টরা ঘুরে তুলেছে ক্লাব বিশ্বকাপের শিরোপাও।