সুনামগঞ্জে পুলিশি অভিযানে গ্রেফতার ৩৯
প্রকাশিত হয়েছে : ১:২২:০৫,অপরাহ্ন ০১ জানুয়ারি ২০১৫
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে ৩৯ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
এ অভিযানে জামায়াত-বিএনপির কর্মী-সমর্থকসহ বিভিন্ন মামলার পলাতক আসমী রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদের মধ্যে হরতালে নাশকতার আশঙ্কায় ১২ জন ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত ২৭ জন রয়েছেন।
বুধবার (৩১ ডিসেম্বর) দিনগত রাত থেকে বৃহস্পতিবার (০১ জানুয়ারি) ভোর ৫টা পর্যন্ত জেলার ১২টি থানায় এ বিশেষ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় জামায়াত কর্মী এখলা মিয়া (২৫), মনোয়ারুল হক (৫০), তৈয়বুর রহমান (২৫) ও জেলার শাল্লা উপজেলায় বিএনপি সমর্থক আকবর (৪০), নূর হোসেন (৩০), বিশ্বম্ভরপুরে বিএনপি সমর্থক আব্দুল গণি (৪০), জগন্নাথপুরে জামায়ত কর্মী জুয়েল মিয়া (৩৫), হারুন মিয়া (৪০), আব্দুস শহীদ (৪০), দোয়ারাবাজারে জামায়াত কর্মী হাবিব মিয়া (৩৫), দক্ষিণ সুনামগঞ্জে জামায়াত সমর্থক তৈয়বুর রহমান (৬০) ও জামিল আল হাসান (৪৫) রয়েছেন।
এদের মধ্যে জামায়াত কর্মী এখলা মিয়া বিশ্বম্ভরপুর উপজেলার বিলকান্দি গ্রামের বশির উদ্দিনের ছেলে। তাকে সুনামগঞ্জ পৌরশহর থেকে ও অন্যদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হারুণ অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।