সিলেটে বিচ্ছিন ঘটনার মধ্য দিয়ে হরতাল চলছে
প্রকাশিত হয়েছে : ২:০০:০৫,অপরাহ্ন ০২ নভেম্বর ২০১৪
সড়ক অবরোধ, পুলিশকে ধাওয়া আর ঝটিকা মিছিল দিয়ে শুরু হওয়া দ্বিতীয় দিনের হরতাল রোববার সকাল ৬টা থেকে চলছে। মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে জামায়াতের ডাকা হরতালের দ্বিতীয় পর্বের প্রথম দিন আজ। চলবে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত। এর আগে প্রথম পর্বে বৃহস্পতিবার ২৪ ঘণ্টার হরতাল পালন করেছে দলটি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেটে হরতালের শুরুতে নগরীর চৌকিদেখি এলাকায় রাস্তার উপর ইট ও গাছের টুকরো ফেলে এবং টায়ার জ্বালিয়ে অবরোধ করে শিবির। এসময় ঘটনাস্থলে পুলিশ আসলে অবরোধকারীরা পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল ছুড়ে তাদের ধাওয়া করে। এসময় তারা ৩/৪টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
এছাড়া নয়াসড়কে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জামায়াত-শিবির। সকাল ৭টার দিকে নগরীর কাজিটুলা থেকে মিছিল বের করে জামায়াত ও শিবির। মিছিল নিয়ে নয়াসড়ক পয়েন্টে এসে তারা রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করে। কিছুক্ষণ বিক্ষোভ শেষে পুলিশ আসার আগেই তারা সটকে পরে।
এদিকে রোববার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে মামলার রায় ঘোষণা হবে। ইতিমধ্যে তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে।
মীর কাসেম আলী রায়ে দোষী সাব্যস্ত হলে ফের ৫ ও ৬ নভেম্বর হরতাল কর্মসূচির পরিকল্পনা রয়েছে জামায়াতের। ৪ নভেম্বর পবিত্র আশুরা হওয়ায় এদিন হরতাল দেয়া হচ্ছে না বলেও জামায়াত সূত্রে জানা গেছে।
মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর আর কোনো নেতার বিরুদ্ধে রায় ঘোষণা করা হলে আগামী বৃহস্পতিবার থেকে দেশব্যাপী লাগাতার হবে বলে হুমকি দিয়েছেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির মুজিবর রহমান।
শনিবার বিকেলে নাটোরের নবাব সিরাজ উদদৌলা কলেজ মাঠে আয়োজিত ২০ দলের জনসভায় বক্তৃতা দিয়ে গিয়ে এ হুমকি দেন তিনি। মুজিবর রহমান বলেন, ‘জামায়াতকে নেতৃত্বশূন্য করার চক্রান্ত চলছে। জামায়াতের নেতাদের খতম করার জন্যই কাদের মোল্লাকে খতম করা হয়েছে। গোলাম আযম শহীদ হয়েছেন। মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে রায় দেয়া হয়েছে। দেশব্যাপী হরতাল চলছে। আর একটি রায় ঘোষণা হলে বৃহস্পতিবার থেকে লাগাতার হরতালের ডাক দেয়া হবে।’
এছাড়া শুক্রবার সারা দেশে দোয়া দিবস পালন শেষে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রোববার ও সোমবারের হরতাল সফল করতে দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
এদিকে কেন্দ্র ঘোষিত পাচঁদিনের কর্মসূচির অংশ হিসেবে শনিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচিও পালন করেছে দলটি। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর বেশ কয়েকস্থানে তারা এ মিছিল বের করে। এর মধ্যে মতিঝিল, কাফরুল, শেওড়াপাড়া, কল্যাণপুর, আদাবর, রূপনগর, পল্লবীসহ বিভিন্ন স্থানে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন জামায়াতের প্রচার বিভাগের দায়িত্বে থাকা মোহাম্মদ ইব্রাহিম।