সিলেটে বিএনপি নেতা হাবিবসহ ছাত্রশিবিরের ২ কর্মী আটক
প্রকাশিত হয়েছে : ১:৫৭:১৫,অপরাহ্ন ০৪ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
সিলেটে বিএনপি নেতা এ্যাডভোকেট হাবিবসহ ছাত্রশিবিরের ২ কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে উপশহর এলাকা থেকে হাবিবকে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য এড. হাবিব রহমান হাবিবকে বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে উপশহর এলাকা থেকে শাহপরান থানা পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। শাহপরান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে বুধবার দুপুরে মদিনা মার্কেট এলাকা মিছিল বের করে একদল শিবিরকর্মী। পুলিশ মিছিলটি ছাত্রভঙ্গ করতে ধাওয়া দিলে শিবির নেতাকর্মীরা ২টি সিএনজি চালিত অটোরিকশা এবং ২টি ব্যাটারী চালিত টমটম ভাঙচুর করে। পরে শিবির নেতাকর্মীরা পালিয়ে যায়। এ সময় নগরীর মদিনা মার্কেট এলাকায় ব্যাপক তল্লাশী চালিয়ে দুই শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। নাশকতার দায়ে তাদের আটক করা হয়েছে বলে জানা গেছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অতিরিক্ত) রহমত উল্লাহ জানান, নাশকতার দায়ে মদীনা মার্কেট এলাকা থেকে দুই শিবির কর্মীকে আটক করা হয়েছে।