সিলেটে অসামাজিকতার অপরাধে ৫ যুবতীসহ আটক ৯
প্রকাশিত হয়েছে : ৯:৫৭:১৩,অপরাহ্ন ২৮ মে ২০১৫
নিউজ ডেস্ক::
সিলেট নগরীর সুরমা মার্কেটের নিউ সুরমা আবাসিক হোটেল থেকে অসামাজিকতার অপরাধে ৯ জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে, আফতাব হোসন (২৬) পিতা- আব্দুল মান্নান বাদশা, সাং হোসেনপুর, থানা দিরাই, বিলাল আহমেদ (২৬) পিতা তারুন মিয়া, সাং মানপুর,থানা মোগলাবাজার, সিলেট, রিপন তালুকদার (৩০) পিতা- মৃত ইসমাত আলী, সাং পাকপাড়া, ওসমানীনগর, সিলেট, কামাল হোসেন (২৬) পিতা গিয়াস উদ্দিন, সাং কাপলা থানা বিশম্ভরপুর সুনামগঞ্জ। মহিলা- নিলা (৩০) পিতা-সিরাজুল হক, সাং বেলানগর নরসিংদী, বৃষ্টি (২৩) সফিউল বারি, কুলিয়াপান, কক্সবাজার, মালা (৩১) পিতা মৃত মাতব শেখ, সাং হবিপুর, থানা ভুরিচং, জেলা কুমিল্লা, রিতি (২৩) পিতা-শরিফ উল্লা, সাং সোনানগরগাও, থানা রামগঞ্জ, জেলা নারায়নগঞ্জ, লিজা (২৫), পিতা কিনিজ সৈয়কত সাং বলিয়াঘাট নাওয়াগাও, নায়নগঞ্জ।
পুলিশ জানায়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশ হোটেলে অভিযান চালায়। এসময় অসামাজিকতার অপরাধে ৯ জনকে আটক করা হয়।