সিলেটে অত্যাধুনিক ধানকাটা ও মড়াই মেশিন ‘কম্বাইন্ড হারভেষ্ট’র প্রদর্শনী
প্রকাশিত হয়েছে : ৭:৪৬:৪৪,অপরাহ্ন ০৪ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: দেশজুড়ে খাদ্যশষ্যের উৎপাদন বৃদ্ধি এবং অকৃষি জমিগুলো ধান ক্ষেতের আওতায় আনতে অত্যাধুনিক ধানকাটা ও মড়াই মেশিন ‘কম্বাইন্ড হারভেষ্ট’ প্রদর্শনী করছে কৃষি স¤প্রসারন অধিদপ্তর। কৃষিকাজ সহজলভ্য ও নতুন প্রজন্মকে কৃষিকাজে উৎসাহিত করতে এ প্রদর্শনীর আয়োজন। ডিসেম্বরের শুরু থেকে কৃষি স¤প্রসারন অধিদপ্তর সিলেট জেলার বিভিন্ন উপজেলায় এ প্রদর্শনী শুরু করেছে । ইতোমধ্যে সিলেট সদর উপজেলাসহ জেলার ৪টি উপজেলায় এ প্রদর্শনী সম্পন্ন হয়েছে ্এবং ক্রমান্বয়ে প্রতিটি উপজেলায় এ প্রদর্শনী করা হবে বলে জানিয়েছেন সিলেট জেলা কৃষি স¤প্রসারন অধিদপ্তরে উ-পরিচালক মো. খাইরুল বাশার। তিনি জানান, এর আগে উদ্ভাবিত অনেক মড়াই মেশিন সরবর্হা করা হলেও এবারকার প্রদর্শনীতে এসেছে ‘কম্বাইন্ড হারভেষ্ট’ নামের অত্যাধুনিক ধানকাটা ও মাড়াই মেশিন। এ যন্ত্র একসাথে ধানকেটে মড়াই করে প্যাকেট (বস্তাবন্দী) করে দিতে পারে।আরাদা করে দিতে পারে খড় ও চিটা। নুন্যতম ১২লাখ টাকায় এ মেশিন সরবারাহ করতে পারবে বিভিন্ন কোম্পানী। লোকবলের অভাব দূর করে কৃষিকাজকে আরো সহজতর ও উৎপাদন বৃদ্ধি করে দেশকে খাদ্য শষ্যে স্বনির্ভর করে তোলাই এ প্রদর্শনীর প্রধান লক্ষ্য।
সিলেট সদর উপজেলার খাদিমপাড়ার দত্তগ্রামের মুজিবুর রহমান ও আব্দুর রহিমের ক্ষেতের জমিতে এবার বাম্পার ফলন ঘটেছে আমন ও সাইল ধানের। এ ধান কাটার জন্য লোকবলের অভাব থাকায় অত্য্ধাুনিক ধানকাটা ও মড়াই মেশিন ‘কম্বাইন্ড হারভেষ্ট’ এর প্রদর্শনী করে জেলা কৃষি স¤প্রসারন অধিদপ্তর। প্রদর্শনীতে প্রধান অতিথি হয়ে মেশিন পরিচালনা করেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ। খাদিমপাড়া ইউনিয়নের সূরমা গেইটের খিদিরপুরে এ প্রদর্শনী অনুষ্টানে অন্যন্যের মধ্যে উপটস্থিত ছিলেন খাদিপাড়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বিলাল, সিলেট সদর উপজেলা কৃষি কর্মকর্তা সারওয়ারুল আহসান, সাবেক ইউপি মেম্বার আব্দুর রহিম, উপজেলা কৃষি স¤প্রসারন কর্মকর্তা মোহাইমিনুর রশিদ, উপসহকারী কৃষি কর্মকর্তা ফজলে মঞ্জুর ভূইয়া, এমরান আহমেদ, জাহেদুল ইসলাম, আতিকুর রহমান, গিয়াস উদ্দিন প্রমূখ।
এ সময় উপস্থিত কৃষক ও ভুমি মালিকরা তাদের ক্ষেতের জমির সার্বিক নিরাপত্তা বিধানসহ আরো ফসল উৎপাদনে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানান।
গত ২ডিসেম্বর সিলেটের বিয়ানীবাজারে ও এর আগে দক্ষিন সুরমা ও গোলাপগঞ্জ উপজেলায় অত্যাধুনিক কৃষি মেশিন ‘কম্বাইন্ড হারভেষ্ট’ এর প্রদর্শনী করেন সিলেট জেলা কৃষি স¤প্রসারন অধিদপ্তরের উপপরিচালক খাইরুল বাশারসহ জেলা ও উপজেলা কর্মকর্তা-কর্মচারীগন। ধান্য উৎপাদনে কৃষক ও দিনমজুরদের উৎসাহিত করতে বিজয়ের মাসে এ প্রদর্শনী অব্যাহত থাকবে বলে জানান কৃষি কর্মর্তারা।