সিলেট শহরের ব্যাংকগুলোতে পুলিশের নজরদারি বৃদ্ধি
প্রকাশিত হয়েছে : ৬:৪২:৫৭,অপরাহ্ন ২৪ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক::
সাভারের কাঠগড়া বাজার এলাকায় ব্যাংকের ভেতরে ম্যানেজারসহ ৮ জন খুন হওয়ার ঘটনার প্রেক্ষিতে সিলেটের ব্যাংকগুলোতেও নজরদারি বৃদ্ধি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। সিলেট মেট্রোপলিটন পুলিশ(এসএমপি)-এর পক্ষ থেকে এ ব্যাপারে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে চিঠি দেয়া হয়েছে। অন্যদিকে, মফস্বল এলাকায় অবস্থিত ব্যাংকের শাখাগুলোর নিরাপত্তা জোরদারের বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট থানার ওসিকে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট থানার ওসিদের এ নির্দেশনা দেয়া হয় বলে জানা গেছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) রহমত উল্যাহ সংবাদ মাধ্যমকে জানান, সিসি ক্যামেরা স্থাপন ও তা পর্যবেক্ষণের তাগিদ দিয়ে ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলোতে চিঠি দেওয়া হয়েছে। সেইসাথে চিঠিতে নিজস্ব নিরাপত্তা রক্ষী বাড়ানো, অস্ত্র চালনায় তাদের সম্যক জ্ঞান থাকার তাগিদ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ২১ এপ্রিল সাভারের কাঠগড়া বাজার এলাকায় বাংলাদেশ কমার্স ব্যাংকের ভেতরে তান্ডব চালায় ডাকাতরা। এতে ব্যাংকের ম্যানেজারসহ মোট ৮ জন নিহত হন।