সিলেট রেলস্টেশনে ছাত্রী উত্ত্যক্তকারী চার যুবক ছাড়া পেল
প্রকাশিত হয়েছে : ১১:০৫:৩৬,অপরাহ্ন ০৭ জুন ২০১৫
নিউজ ডেস্ক :: ট্রেনের যাত্রী ৩ মেয়েকে উত্ত্যক্ত করার অভিযোগে সিলেটে চার যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ। রোববার সকাল পৌনে ৯টায় সিলেট রেলস্টেশন থেকে তাদের আটক করা হয়। পরে অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।
আটককৃতরা হওয়া যুবকরা হল- সিলেট নগরের ভাতালিয়া এলাকার খাদিমুল মুরছালিন (২৮), একই এলাকার মাঈন হাসান রবিন (২৬), শাহী ঈদগাহ এলাকার আমির হোসেন রবিন (২৫) ও নগরের সুবিদবাজারের ফজলুল ইমরান (২৭)।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ১০টায় ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনে সারা রাত তিন ছাত্রীকে উত্যক্ত করে আসছিলেন ওই চার যুবক। বিষয়টি ট্রেনে কর্তব্যরত পুলিশকে জানানোর পর তাদের আটক করা হয়।
সিলেট জিআরপি থানা পুলিশের ওসি জাহাঙ্গীর হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর উপবন এক্সপ্রেস সকাল সাড়ে ৮টায় সিলেটে পৌঁছায়। ট্রেনে কয়েকজন কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হয়। এ নিয়ে পুলিশ অভিযোগ পেয়ে ৪ যুবকদের আটক করে। পরে মেয়ের কাছে স্যরি বললে অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।