সিরাজগঞ্জ যাচ্ছেন স্পিকার শিরীন শারমিন
প্রকাশিত হয়েছে : ৫:৩৪:১২,অপরাহ্ন ২১ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: শনিবার ২২ নভেম্বর সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় আসছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বাল্য বিবাহ প্রতিরোধ করে মাতৃমৃত্যু রোধ করুন- বিষয়ক একটি জনসচেতনতামূলক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন শিরীন শারমিন।
জাতীয় সংসদ সচিবালয় এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপি) যৌথভাবে এ সমাবেশের আয়োজন করেছে।
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার হাজী কোরব আলী ডিগ্রি কলেজ মাঠে ওইদিন দুপুর ২টায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেবেকা মমিন এমপি, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য তানভির ইমাম, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মজিদ মণ্ডল, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন ৩০৬ (সিরাজগঞ্জ ও পাবনা) এর জাতীয় সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না ও ইউএনএফপিএ’র বাংলাদেশ প্রতিনিধি আর্জেন্টিনা মেটাভেল পিচ্চিন ।