সালাহ উদ্দিনের নিখোঁজ সংক্রান্ত শুনানির আদেশ ১৫ এপ্রিল
প্রকাশিত হয়েছে : ১১:৫১:২২,অপরাহ্ন ০৯ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক::
বিএনপির নিখোঁজ যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে কেন শিগগিরই খুঁজে বের করে আদালতে হাজির করা হবে না জানতে চেয়ে জারি করা হাইকোর্টের রুলের শুনানির আদেশ আগামী ১৫ এপ্রিল বুধবার শোনানো হবে। বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ্র চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার শুনানি শেষে আদেশের জন্য এদিন ধার্য করেন।
এরা আগে গত ১৫ মার্চ ‘বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে পাওয়া যায়নি তবে তাকে খুঁজে বের করার চেষ্টা অব্যহত রয়েছে’ উল্লেখ করে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ, সিআইডি ও র্যাব তাদের প্রতিবেদন হাইকোর্টে দাখিল করে। রাজধানীর উত্তরার যে বাসা থেকে সালাহ উদ্দিন আহমেদ নিখোঁজ হন সেই বাসায় তিনি থাকতেন কিনা সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সুনির্দিষ্ট কোন তথ্য নেই বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।
গত ১২ মার্চ সালাহ উদ্দিনকে খুজে বের করে আদালতে কেন হাজির করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। সালাহ উদ্দিনকে ২৪ ঘন্টার মধ্যে আদালতে হাজির করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি ফৌজদারি আবেদন করেন তার স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ।