সালাহ উদ্দিন শিগগিরই মেঘালয় থেকে আপন আলয়ে আসবেন
প্রকাশিত হয়েছে : ১২:৫২:৫০,অপরাহ্ন ১২ মে ২০১৫
নিউজ ডেস্ক :: বিএনপি নেতা সালাহ উদ্দিনের নিখোঁজ হওয়া এবং দুই মাস পর স্ত্রীকে ফোন দেওয়ার ঘটনা বিএনপির ‘অন্তরালের ব্যাপার’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত।
সিলেটে মুক্তমনা ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা প্রসঙ্গে সুরঞ্জিত বলেন, ‘বিষয়টি শুনেছি। কারা করেছে এটা তদন্তের বিষয়।’
তিনি বলেন, ‘তবে এর আগের হত্যাকাণ্ডের বিষয়ে আল কায়েদা তাদের দায় স্বীকার করেছে। অভ্যন্তরীণ সন্ত্রাস আন্তর্জাতিক সন্ত্রাস ডেকে আনে।’
সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের পর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘বিলম্বিত হলেও ভালো খবর। মেঘালয় থেকে তিনি ফোন করেছেন জানলাম।’
মঙ্গলবার আকস্মিকভাবে ভারতের মেঘালয় থেকে বিএনপির যুগ্মমহাসচিবের টেলিফোন পাওয়ার কথা তার স্ত্রী হাসিনা আহমেদ জানানোর পর ক্ষমতাসীন দলের নেতাদের মধ্য থেকে এটাই প্রথম প্রতিক্রিয়া।
সুরঞ্জিত বলেন, ‘আশা করি, তিনি শিগগিরই মেঘালয় থেকে আপন আলয়ে আসবেন। এসব তাদের (বিএনপি) অন্তরালের ব্যাপার।’
বিএনপি জোটের সরকারবিরোধী আন্দোলনের মধ্যে গত ১০ মার্চ উত্তরার একটি বাসায় লুকিয়ে থাকা অবস্থায় সালাহ উদ্দিনকে তুলে নেওয়া হয় বলে তার পরিবারের অভিযোগ।
এরপর সালাহ উদ্দিনের পরিবার ও বিএনপি এজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে দায়ী করে এলেও সরকারের পক্ষ থেকে বরাবরই তা প্রত্যাখ্যান করা হচ্ছিল।
এদিকে মঙ্গলবার সিলেটের সুবিদবাজার এলাকায় কুপিয়ে হত্যা করা হয় ব্লগার অনন্ত বিজয়কে। তিনি মুক্তমনা ব্লগে লিখতেন এবং গণজাগরণ মঞ্চে যুক্ত ছিলেন।