সাকিবকে প্রশংসায় ভাসালেন সুনিল গাভাস্কার
প্রকাশিত হয়েছে : ১:৩৪:১৮,অপরাহ্ন ১৭ নভেম্বর ২০১৪
স্পোর্টস ডেস্ক::
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় আর সাকিবের পারফর্মেন্স যেন একে ওপরের পরিপূরক। এই সিরিজে সাকিব আল হাসানের পারফরম্যান্স নজর কেড়েছে সবার। এমনকি ক্রিকেট গ্রেট ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কারের চোখে সাকিবই সেরা।
সম্প্রতি ‘শুধু ব্যাটিং রেকর্ডের সপ্তাহ’ শীর্ষক এক কলামে গাভাস্কার লিখেন, ‘ব্যাটসম্যানদের রাজত্ব সত্ত্বেও সাকিব আল হাসান অলরাউন্ড পারফরম্যান্সের জন্য এই সপ্তাহের সেরা ক্রিকেটার।’
সাকিব কেন বিশ্বসেরা তার ব্যাখ্যাও দিয়েছেন সাবেক এ ভারতীয় ক্রিকেটার। তিনি লিখেছেন, ‘সাকিব আল হাসানের কথা আলাদা করে লিখতে হবে। একই টেস্টে শতরান করে এবং ১০ উইকেট নিয়ে ইমরান খান আর ইয়ান বোথামের নজির স্পর্শ করলো সে।’
গাভাস্কার আরও লিখেছেন, ‘সেই ১৮৭৭ সাল থেকে শুরু করে ১০০০-এর বেশি টেস্ট খেলা হয়ে গেছে। মাত্র তিনবার এই ঘটনা ঘটেছে। এটা থেকেই প্রমাণ হচ্ছে কী বিরল কীর্তি এটা। সাকিব আগে তার প্রাপ্য কৃতিত্ব পায়নি। কিন্তু ওর বিরুদ্ধে যারা খেলেছে তারা জানে ও এমন একজন ক্রিকেটার, যে ব্যাট কিংবা বল দুটো দিয়েই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।’
চলতি সপ্তাহে ব্যাটসম্যানদের রেকর্ডগাথা নিয়ে গাভাস্কার লিখেন, ‘ব্যাটসম্যানদের কাছে গত কয়েক দিন শুধু রেকর্ড-ভাঙ্গার খেলা। প্রথমত ইউনিস খান। যথেচ্ছ শতরান করে গেল। তারপর ৫৬ বলে শতরান করে মিসবাহ স্পর্শ করলো ভিভ রিচার্ডসের রেকর্ড। আজহার আলি দুই ইনিংসে শতরান করলো। মোহাম্মদ হাফিজ অল্পের জন্য ইতিহাস রচনা করতে পারলো না।’
রোহিত শর্মার অবিস্মরণীয় তাণ্ডবের বিষয়টি নিয়ে ভারতীয় ক্রিকেটের প্রথম লিটল জিনিয়াস লিখেন, ‘ইডেনে রোহিত শর্মা রাজত্ব করলো। চার রানে ওর ক্যাচ পড়ার পর ঝড় তুলে ২৬৪ রান তুলে বিশ্বরেকর্ড গড়লো। চোট পেয়ে দু মাস মাঠের বাইরে থেকে ফিরেই এমন ইনিংস, এক কথায় অসাধারাণ। রোহিতের ইনিংসের সবচেয়ে যেটা ভালো লেগেছে ওর ইনিংসটিতে কোনো স্লগিং ছিল না।’