সংযুক্ত আরব আমিরাত আল-আইন প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৩:২৫:২৪,অপরাহ্ন ১৮ নভেম্বর ২০১৪
হাবিবুর রহমান ফজলু আরব আমিরাত থেকে: বৃহস্পতিবার রাত ১২ ঘটিকার সময় আল-আইন স্পোর্স প্লেইস স্টেডিয়ামে প্রবাসী বাংলাদেশীদের আয়োজনে ও বিশিষ্ট কমিউনিটি নেতা লোকমান হোসেন আনুর পৃষ্ঠপোষকতায় বিপুল সংখ্যক ক্রীড়ামোদীদের উপস্থিতিতে আনন্দ ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। উক্ত খেলায় অংশগ্রহণ করেন, চিটাগাং একাদশ বনাম হযরত শাহজালাল একাদশ সিলেট। নির্ধারিত সময়ের মধ্যে গোল শূণ্য থাকায় ট্রাইবেকারের মাধ্যমে চিটাগাং একাদশকে ৪/২ গোলে পরাজিত করে হযরত শাহজালাল একাদশ সিলেট চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আরব আমিরাত থেকে প্রকাশিত জনপ্রিয় সাপ্তাহিক দেশের খবর পত্রিকার রিপোর্টার ও বাংলা নিউস ডট এম.ই, ডেইলী সিলেট ডট কম পত্রিকার আরব আমিরাতের চীপ রিপোর্টার হাবিবুর রহমান ফজলুর সভাপতিত্বে চিটাগাং-এর সাবেক বিশিষ্ট ফুটবলার করীম হাসানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন, আল-আইন মহানগর আওয়ামীলীগের সভাপতি ও রাশিদ আলী ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন আনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল-আইনের বিশিষ্ট ব্যবসায়ী মো. মহসিন মিয়া, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন আহমেদ সাগর, হাজী ফয়জুর রহমান ফয়েজ, মো. কলা মিয়া, মহানগর আওয়ামীলীগের সহ-সাধারণ সম্পাদক আব্দুল কাদির, চিটাগাং একাদশের টিম ম্যানেজার জাবেদ আহমদ, মহানগর আওয়ামীলীগের সহ-সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আব্দুর রহমান, মো. সুমন মিয়া, মো. হাসান, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মাহবুবুর আলম (মধু), সহ-সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ, শাহজালাল একাদশ সিলেট এর অধিনায়ক শাহাবুদ্দীন শুভ, ক্রীড়া সম্পাদক করিম আহমেদ রাজ, সহ-ক্রীড়া সম্পাদক মৌর আলী, সাংস্কৃতিক সম্পাদক সাজু আহমেদ (কনই), সমাজকল্যাণ সম্পাদক আজমল আলী, খেলা পরিচালনা করেন, করীম হাসান।