শিশুকে লাশ বানিয়ে পালালো অ্যাম্বুলেন্স!
প্রকাশিত হয়েছে : ৩:২০:০৪,অপরাহ্ন ২৩ মে ২০১৫
নিউজ ডেস্ক::
গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সুমিতা রায় (১২) নামে এক শিশুকে চাপা দিয়ে লাশ বানিয়ে পালিয়েছে গেছে অ্যাম্বুলেন্সের এক চালক। শনিবার দুপুর ১টার দিকে উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় এদুর্ঘটনা ঘটে। নিহত সুমিতা ব্রাক্ষণবাড়িয়া জেলার নবীনগর গ্রামের সুকুমার রায়ের মেয়ে।
গজারিয়া হাইওয়ে পুলিশ সার্জেন্ট (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, দুপুরে মায়ের সাথে মহাসড়ক পার হওয়ার সময় সুমিতাকে চাপা দেয় ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স। এরপর দ্রুত পালিয়ে যায় অ্যাম্বুলেন্সের চালক।
পরে স্থানীয়রা সুমিতাকে পার্শ্ববর্তী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসআই সাইফুল ইসলাম জানান, জেলা প্রশাসনের অনুমতিতে দুর্ঘটনার ঘণ্টা দুয়েক পরেই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।