শিবির সভাপতি মনোয়ারসহ ৬জন গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১:৩৬:৩২,অপরাহ্ন ১৫ নভেম্বর ২০১৪
শিবিরের সিলেট জেলা (পূর্ব ) সভাপতি এস এম মনোয়ারসহ ৬জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শিবির সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় নগরীর শিবগঞ্জ সোনারপাড়া এলাকার একটি বাসা থেকে তাদের ৭জন নেতা কর্মীকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ।
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রহমত উল্লাহ জানান- শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাখাওয়াত হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি দল সোনারপাড়া শিবিরের ৬জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় পৃথক পৃথক মামলা রয়েছে।
তাৎক্ষণিকভাবে গ্রেফতারকৃতদের পরিচয় জানা যায়নি।