রোববার থেকে ফের ৭২ ঘণ্টা হরতাল : সোমবার বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ১২:৫২:৩৭,অপরাহ্ন ২০ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: আগামী ২২ ফেব্রুয়ারি রোববার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ফের দেশব্যাপী ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
একইসঙ্গে আগামী ২৩ ফেব্রুয়ারি সোমবার সারাদেশের সব জেলা, উপজেলা, পৌরসভা ও থানা পর্যায়ে এবং দেশের সব মহানগরের থানায় থানায় বিক্ষোভ মিছিলেরও ঘোষণা দিয়েছে জোটটি। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ এ কর্মসূচী ঘোষণা করেন।
এর আগে, গত তিন সপ্তাহের কার্য দিবসগুলোতেও হরতাল পালন করে বিরোধী এ জোট। আগামী সপ্তাহের কার্যদিবসের প্রথম তিন দিন হরতাল ডাক দেওয়ার মাধ্যমে সে ধারা অব্যাহত রাখলো তারা।