রাজশাহীতে বিশেষ পুলিশি অভিযানে আটক ১০
প্রকাশিত হয়েছে : ৮:৩৫:৩২,অপরাহ্ন ৩০ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
রাজশাহীতে ছিনতাই প্রতিরোধে মাঠে নেমেছে পুলিশ। শুক্রবার (২৮ নভেম্বর) থেকে শনিবার (৩০ নভেম্বর) রাত ১০টা পর্যন্ত পুলিশের
বিশেষ অভিযানে ১০ জন চিহ্নিত ছিনতাইকারীকে আটক করা হয়েছে।
বর্তমানে তাদের মহানগরীর বোয়ালিয়া থানা হেফাজতে রেখে ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে।
আটকরা হলেন, মহানগরীর কাদিরগঞ্জ গ্রেটার রোড এলাকার মৃত আনোয়ার হোসেন দুলালের ছেলে রকি হোসেন (২৩), কদমতলা
দড়িখরবোনা এলাকার শামীম হোসেনের ছেলে শাওন ওরফে বুলবুল (২৩), একই এলাকার সেলিমের ছেলে বিশাল (১৮), মাস্টার পাড়া
এলাকার মৃত নাজমুলের ছেলে ইমন ইসলাম শান্ত (১৮), উপর ভদ্রা বৌ বাজারের আসাদুজ্জামানের ছেলে সারোয়ার জামান ওরফে সুইট
(২৪), রাণীনগর এলাকার আবদুল রশিদের ছেলে আমির হাসান ওরফে মিষ্টি (২৭), বালিয়াপুকুর এলাকার মুন্না শেখের ছেলে তৌহিদুল
ইসলাম আদর (২৪), হোসনীগঞ্জের সেলিমের ছেলে আকাশ (২০), ছোটবনগ্রাম এলাকার রনক (২০) ও একই এলাকার মৃত কুদরত
আলীর ছেলে ইলিয়াস (২৮)।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম জানান, ছিনতাই প্রতিরোধে শুক্রবার রাতে
মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চিহ্নিত ১০ জন ছিনতাইকারিকে আটক করা হয়েছে।
এছাড়া দেবিশিংপাড়ায় গুলি করে ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের আটকের জন্য অভিযান চলছে।
শিগগিরই তাদের আটক করা সম্ভব হবে বলেও জানান তিনি।
মহানগরীর বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় এবং শুক্রবার সকালে মহানগরীর দেবিশিংপাড়ায় গুলি করে ছিনতাইয়ের
ঘটনা কেন্দ্র করে এ বিশেষ পুলিশি অভিযান শুরু হয়েছে। ওই ঘটনায় গুলিবিদ্ধ আল-আমিন (২৫) হাসপাতালে থাকলেও আশঙ্কামুক্ত।