মৌলভীবাজারে লিবিয়া পাঠাবার নামে টাকা আত্মসাত : মামলা করে প্রতিকার না পাওয়ার অভিযোগ
প্রকাশিত হয়েছে : ১:২৬:৫৮,অপরাহ্ন ১৫ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক :: লিবিয়া পাঠাবার নাম করে ৩ লাখ টাকা আত্মসাত করার অভিযোগ পাওয়া গেছে। আদালতে মামলা দায়েরের পর বিজ্ঞ আদালত গ্রেফতারী পরোয়ানা জারী করলেও পুলিশ রহস্যজনক কারণে আসামীকে গ্রেফতার করছে না বলে জানা গেছে।
জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুরা ইউনিয়নের জমুনিয়া গ্রামের মৃত রইছ মিয়ার পুত্র একলাছুর রহমান তার নাতী জাহিদুর রহমানকে লিবিয়া পাঠাবার জন্য সদর উপজেলার উত্তর বাড়ন্তী গ্রামের মৃত রেহান উল্লার পুত্র নুরুল হক মগনুকে গত ২৫ মে ২০১২ ইং তারিখে ৩ লাখ টাকা প্রদান করেন। এ সময় পাসপোর্ট, ৮ কপি ফটোও প্রদান করেন। কথা ছিল ৬ মাসের মধ্যে জাহিদুর রহমানকে লিবিয়া পাঠাতে না পারলে টাকা ফেরত দেয়া হবে। ৬ মাস অতিবাহিত হওয়ার পর তিনি টাকা ফেরত চাইলে নুরুল হক মগনু দিমু দিচ্ছি করে সময় কর্তন করতে থাকেন। একলাছুর রহমান গত ১৮ ফেব্রুয়ারী ২০১৩ ইং তারিখে টাকার জন্য আবার চাপ দিলে নুরুল হক মগনু তার নামীয় সিটি ব্যাংক মৌলভীবাজার শাখার ৩ লাখ টাকার চেক একলাছুর রহমানকে প্রদান করেন। কিন্তু নগদায়নের জন্য চেকটি ব্যাংকে জমা দিলে একাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি ডিজঅনার হয়। এরপর একলাছুর রহমান তার আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠালেও কোন কাজ হয়নি। নিরূপায় হয়ে একলাছুর রহমান জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ১ নং আমল আদালত মৌলভীবাজারে সিআর ১০৫/১৪ নং মামলা বাংলাদেশ দন্ডবিধির ৪০৬/৪২০/৪১৭ ধারায় দায়ের করেন। বিজ্ঞ আদালত আসামী নুরুল হক মগনুর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করলেও পুলিশ রহস্যজনক কারণে আসামীকে গ্রেফতার করছে না ।
নুরুল হক মগনু বর্তমানে মামলার বাদী একলাছুর রহমানকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে একলাছুর রহমান অভিযোগ করেছেন।