মৌলভীবাজারে নাশকতার প্রস্তুতির সময় শিবির নেতা আটক : মোটর সাইকেলে আগুন
প্রকাশিত হয়েছে : ১:৫১:৩৯,অপরাহ্ন ১১ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক:: মৌলভীবাজারের কুলাউড়ায় বুধবার দুপুরে তিনটি মোটর সাইকেলে ৫ জন শিবির কর্মী নাশকতার উদ্দ্যেশে জুড়ী এলাকা থেকে কুলাউড়া শহর অভিমুখে আসছে খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ কুলাউড়া-জুড়ী সড়কের পৌরসভার সীমানায় অবস্থান নেয়।
এ সময় শিবির কর্মীরা পেছনে ও সামনে জুড়ী ও কুলাউড়া থানা পুলিশকে দেখে তারা ফাঁড়ি পথে সটকে পড়ার চেষ্টা করলে গ্রামবাসিরা তাদের একটি মোটর সাইকেলসহ একজনকে আটক করে গণপিটুনি দেয় এবং তার মোটর সাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়। আটক সাহিদুল খান টিপু (২৫) জুড়ী উপজেলার বাহাদুরপুর গ্রামের অলিউর রহমান মাষ্টারের ছেলে। এ সময় অপর ২টি মোটর সাইকেলসহ ৪ জন পার্শ্ববর্তী গ্রামে আত্মগোপন করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে জুড়ী থানা পুলিশসহ গ্রামটিতে যৌথ অভিযান চালাচ্ছে। কুলাউড়া থানা সূত্রে জানা গেছে আটক শিবির কর্মী টিপু জুড়ী উপজেলার ভুকতেরা গ্রামের শিবিরের সভাপতি। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।