মৌলভীবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪
প্রকাশিত হয়েছে : ১০:২৬:১৩,অপরাহ্ন ১০ নভেম্বর ২০১৪
মৌলভীবাজার অফিস: মৌলভীবাজারের শ্রীমঙ্গল-মিরপুর সড়কে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালকসহ (৩৮) চারজন নিহত ও একজন আহত হয়েছেন।
সোমবার সকাল ৮টার দিকে কামাইছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিকে শ্রীমঙ্গল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল থেকে একটি ট্রাক মীরপুর যাচ্ছিলো। পথে কামাইছড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালকের মৃত্যু হয় ও ট্রাক ও পিকআপ ভ্যানে থাকা আরো পাঁচজন আহত হয়।
আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের মধ্যে তিনজনের অবস্থার অবনতি হলে হবিগঞ্জের বাউফল স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পথে বেলা সোয়া ১১টার দিকে দুইজনের মৃত্যু হয়। এছাড়া মৌলভীবাজার হাসপাতালে নেওয়ার পথে ১১টার দিকে আরো একজনের মৃত্যু হয়।