মুসলিম ব্রাদারহুডের সাথে যুক্ত থাকায় মিশরে ৭৮ কিশোরকে কারাদণ্ড
প্রকাশিত হয়েছে : ১০:৫৪:২৪,অপরাহ্ন ২৭ নভেম্বর ২০১৪
আন্তর্জাতিক ডেস্ক::
নিষিদ্ধ সংগঠন মুসলিম ব্রাদারহুডের সঙ্গে যুক্ত’ থাকার অপরাধে ৭৮ কিশোরকে কারাদণ্ড দিয়েছেন মিশরের কিশোর আদালত।
মিশরের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে বৃহস্পতিবার এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। দণ্ডপ্রাপ্ত কিশোরদের দুই থেকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের বয়স ১৩ থেকে ১৭ বছরের মধ্যে।
এর আগে, মুসলিম ব্রাদারহুড আয়োজিত সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়ায় ওই ৭৮ কিশোরকে আটক করা হয়। সংগঠনটি বর্তমান সরকারকে হটিয়ে পদচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ফের ক্ষমতায় আনার দাবিতে আন্দোলন করছে।
২০১২ সালের ৩ জুন নির্বাচনে ৫১ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে জয়ী ব্রাদারহুড সমর্থিত মোহাম্মদ মুরসি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। কিন্তু দায়িত্ব গ্রহণের মাত্র এক বছরের মাথায় ২০১৩ সালের ৩ জুলাই মুরসিকে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী।