মুজাহিদের আপিল শুনানি ১৪ জানুয়ারি
প্রকাশিত হয়েছে : ১০:৫৩:০২,অপরাহ্ন ০৩ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্তাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের আপিল শুনানির জন্য আগামী বছরের ১৪ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।
বুধবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগে এ দিন ধার্য করেন। বেঞ্চের অপর চার বিচারপতি হলেন- বিচারপতি এস কে সিনহা, বিচারপতি আব্দুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।
এর আগে আজ আদালতে মুজাহিদের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ফেব্রুয়ারিতে আপিল শুনানি শুরুর জন্য আবেদন করেন। তবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ডিসেম্বর মাসেই আপিল শুনানির জন্য আদালতের কাছে আর্জি জানান।
পরে আদালত উভয়পক্ষের শুনানি শেষে ১৪ জানুয়ারি দিন ধার্য করেন।
এসময় মুজাহিদের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট তাজুল ইসলাম, অ্যাডভোকেট শিশির মনির ও অ্যাডভোকেট আসাদ উদ্দিন।
এর আগে গতকাল মামলাটি আপিল শুনানির দিন নির্ধারণের জন্য কার্যতালিকায় আসে।
প্রসঙ্গত, গত বছরের ১৭ জুলাই মুজাহিদকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
পরে একই বছরের ১১ আগস্ট মৃত্যুদন্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেন মুজাহিদ। আপিলের সঙ্গে ১১৫টি গ্রাউন্ডে ৩ হাজার ৮০০ পৃষ্ঠার ডকুমেন্ট দাখিল করা হয়।