মিয়ানমারে অপহৃত বিজিবি সদস্যকে দ্রুত উদ্ধারের দাবি বিএনপির
প্রকাশিত হয়েছে : ৯:৫০:৪৫,অপরাহ্ন ২০ জুন ২০১৫
নিউজ ডেস্ক::
মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি কর্তৃক অপহৃত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য আব্দুর রাজ্জাককে দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছে বিএনপি। দলের পক্ষে এ দাবি জানান বর্তমান মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। আজ শনিবার দুপুরে বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
ড. আসাদুজ্জামান রিপন বলেন, মায়ানমার সীমান্ত রক্ষাকারীর হাতে বিজিবির সদস্য নায়েক আবদুর রাজ্জাক অপহরণ বাংলাদেশের জন্য লজ্জাকর। রাজ্জাকের প্যান্ট খুলে লুঙ্গি পড়িয়ে গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা জাতি হিসেবে আমাদের জন্য লজ্জার। সরকার এ বিষয়ে এখনো কোন পদক্ষেপ না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
তিনি অভিযোগ করে বলেন, দেশের সীমান্ত রক্ষায় বিজিবিকে পেশাগত দায়িত্ব পালনে কার্যকর বাহিনী হিসেবে গড়ে তুলতে না পারায় আজ পার্শ্ববর্তী দেশের সীমান্তরক্ষী বাহিনীর হাতে মার খেতে হচ্ছে।
সরকারকে উদ্দ্যেশ্য করে তিনি বলেন, সীমান্ত অরক্ষিত করে বিজিবিকে বিরোধীদল দমন করার কাজে লাগালে বা ব্যবহার করলে এ ধরনের ঘটনা প্রতিনিয়তই ঘটবে। অতএব বিজিবিকে সীমন্ত রক্ষার কাছে ব্যবহার করুন। রাজ্জাককে ফিরিয়ে আনতে কূটনৈতিক পর্যায় থেকে শুরু করে সব পর্যায়ে আলোচনায় বসুন।
রমজান উপলক্ষে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাবে না বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের এমন বক্তব্যের কথা উল্লেখ করে রিপন আরো বলেন, ভেজাল প্রতিনিয়ত চলছে। রোজাদাররা ক্ষতির সন্মুখীন হচ্ছে। রমজান উপলক্ষে সরকার বাজার মনিটরিং করে থাকে। এবার বাজার মনিটরিং হচ্ছে না। এর ফলে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির যুব বিষয়ক সম্পদাক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ তথ্য ও গবেষনা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সহ দফতর সম্পাদক আবদুল লতিফ জনি প্রমুখ।