মিশরের সাবেক প্রেসিডেন্ট মুরসির মৃত্যুদণ্ড!
প্রকাশিত হয়েছে : ১১:০৯:৪৪,অপরাহ্ন ১৬ মে ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক:
মিসরের সাবেক ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। কারাভঙ্গ করে আসামিদের বের করে আনতে সহযোগিতা ও গুপ্তচরবৃত্তির অভিযোগে তাঁকে এ সাজা দেওয়া হয়। দুই বছর মামলাটি চলার পর আজ শনিবার এই আদেশ দেয়া হয়। শনিবার কায়রোর একটি আদালতে জজ শাবান এল শামি এই রায় ঘোষণা করেন। এই রায়ের নিয়ে দেশের শীর্ষস্থানীয় ২০ জনেরও বেশি ধর্মতত্ত্ববিদ বা মুফতিকে ফাঁসির রায় দেয়া হল।
মুরসি মিশরের প্রথম অবাধে নির্বাচিত প্রেসিডেন্ট। কিন্তু, তার বিভেদ নীতির কারণে মিশরীয় সামরিক দল বিক্ষোভের মাধ্যমে ২০১৩ সালের জুলাই মাসে তাকে অপসারণ করেন।
ইতিমধ্যেই তিনি ২০১২ সালের ডিসেম্বরে বিক্ষোভকারীদের মধ্যে একজনকে হত্যার অভিযোগে ২০ বছরের কারাভোগের শাস্তি ভোগ করছিলেন।
সূত্র: দ্যা গার্ডিয়ান