মিরসরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৩০
প্রকাশিত হয়েছে : ৮:২৩:৫৯,অপরাহ্ন ০২ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক :: মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুটি বাসে মুখোমুখি সংঘর্ষে চালকের সহকারি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩০ জন বাসের যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাহালে ভর্তি করানো হয়েছে। নিহতের নাম জানা যায়নি।
আজ মঙ্গবার বেলা ১১টায় মিরসরাই থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মিরসরাই থানার উপ-পরিদর্শক মোঃ আরিফ জানান, বেলা সাড়ে ১১টার দিকে মিরসরাইয়ের মিঠাছড়া বাজারের গাঙচিল পেট্টল পাম্পের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শাহী নামে একটি চট্টগ্রামমুখী যাত্রীবাহী বাসের সাথে উত্তরমুখী চয়েস নামে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চয়েস বাস চালকের সহকারী নিহত হন।
এসময় উভয় বাসের ৩০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।