মায়ের সন্ধানে বাংলাদেশে যাচ্ছেন যুদ্ধশিশু মনোয়ারা
প্রকাশিত হয়েছে : ১০:৪০:৪৬,অপরাহ্ন ২৬ নভেম্বর ২০১৪
সাইফুল্লাহ মাহমুদ দুলাল, কানাডা: মায়ের সন্ধানে বাংলাদেশে যাচ্ছেন যুদ্ধশিশু মনোয়ারা বেগম। ১৯৭২ সালে এই মনোয়ারাকে দত্তক আনেন ভ্যাঙ্কুভারের ক্লার্ক পরিবার। অনেক সংকট আর সংগ্রামের ভেতর দিয়ে বেড়ে উঠা মনোয়ারা এখন বৃটিশ কলম্বিয়ার ভ্যাঙ্কুভারের একমাত্র মেয়ে জুলিয়াকে নিয়ে বসবাস করছেন। যখন জানতে পারলেন তিনি ‘বাংলাদেশের যুদ্ধশিশু’, তারপর থেকেই মা আর মাতৃভূমির জন্য অস্থির হয়ে ওঠেন। তাই সেই শেকড়ের সন্ধানে দু’সপ্তাহের জন্য ঢাকায় যাচ্ছেন। ফিরবেন ১২ ডিসেম্বর। তিনি মুক্তিযুদ্ধ জাদুঘর, সাভারের স্মৃতিসৌধ, রায়ের বাজারে বধ্যভূমি, বুদ্ধিজীবীদের কবর দেখতে যাবেন এবং একটি সেমিনারে অংশ নেবেন বলে জানা গেছে।