মালিতে নিহত ‘সুনামগঞ্জের নীলকন্ঠকে’ সেনানিবাসে সামরিক মর্যাদা
প্রকাশিত হয়েছে : ১১:৫০:১১,অপরাহ্ন ০৭ জুন ২০১৫
নিউজ ডেস্ক::
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সন্ত্রাসীদের গুলিতে নিহত বাংলাদেশি শান্তিরক্ষী সৈনিক সুনামগঞ্জের নীল কন্ঠ হাজংয়ের কফিনে পুস্পস্তবক অর্পণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। রোববার ঢাকা সেনানিবাসস্থ আর্মি এভিয়েশন গ্রুপের হ্যাঙ্গার কমপ্লেক্সে এক অনুষ্ঠানে নিহত সেনার প্রতি সামরিক মর্যাদায় সম্মান দেওয়া হয়।
এ সময় সেনাবাহিনীর কর্মকর্তারা জাতিসংঘ ও বাংলাদেশ সেনাবাহিনীর পতাকায় আবৃত প্রয়াতের কফিনের উদ্দেশে সালাম প্রদর্শন করে এক মিনিট নিরবতা পালন করেন। বাজানো হয় বিউগলের অন্তিম সুর। সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া নীল কন্ঠ হাজং এর বড়ভাইয়ের সঙ্গে একান্তে কথা বলেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, জুনিয়র কমিশন্ড অফিসার এবং বিপুল সৈনিক নিহতের কফিনের প্রতি সম্মান প্রদর্শন করেন।
গত ২৫ মে মালির রাজধানী বামাকোতে শান্তিরক্ষী হিসাবে নিয়োজিত বাংলাদেশ ট্রান্সপোর্ট কন্টিনজেন্টের সৈনিক নীল কন্ঠ হাজং সন্ত্রাসীর গুলিতে নিহত হন। আহত হন আরও এক সেনা।
শনিবার বিকেলে এমিরেটস এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে করে তার কফিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এরপর তা সেনা সদর দপ্তরের তত্ত্বাবধানে তা গ্রহণ করা হয়।
রোববার সকালে মরদেহ পূর্ণ সামরিক মর্যাদায় অন্ত্যেস্টিক্রিয়া সম্পাদনের উদ্দেশে আর্মি এভিয়েশনের হেলিকপ্টার যোগে তার নিজ বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশায় নিয়ে যাওয়া হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।