মহাকাশে এক বছর
প্রকাশিত হয়েছে : ২:২১:২৩,অপরাহ্ন ২৫ মে ২০১৫
তথ্যপ্রযুক্তি ডেস্ক::
একটি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে এক বছর থাকবেন নাসার তিন মহাকাশচারী। এই তিন মহাকাশচারীরা হলেন আমেরিকার স্কট কেলি, রাশিয়ার মিখাইল করনিয়েনকো ও গেন্নাডি পাডালকা।
মহাকাশে এক বছর সাধারনত মহাকাশে থাকার প্রচলিত সময়সীমা ৬ মাস। কিন্তু এই প্রথম নাসা এ রকম প্রজেক্ট একটি প্রজেক্টে কাজ করছে যেখানে ১ বছর এই মহাকাশচারীরা থাকবেন। গেন্নাডি পাডালকা অবশ্য ৬মাস পরেই চলে আসবেন।
মহাকাশচারীদের টানা এক বছর ধরে স্পেস স্টেশনে রাখার কারন সম্পর্কে নাসায় কর্মরত বিজ্ঞানী অমিতাভ ঘোষ বলছেন, আসলে মঙ্গল বা অন্য কোনও গ্রহে কোনও মানুষকে পাড়ি দিতে হলে অনেক লম্বা সময় তাদের মহাকাশে কাটাতে হবে তারই মহড়া চলছে কেলি করনিয়েনকো জুটির ওপর। আর গেন্নাডি পাডালকা ছয় মাস বাদে ফিরে আসবেন। কিন্তু তার বাকি দুই সতীর্থর পৃথিবীতে ফিরতে ফিরতে ২০১৬ এর মার্চ মাস এসে যাবে।।
কেলি ও করনিয়েনকোর ওপর এত লম্বা সময় ধরে মহাকর্ষহীনতা কী প্রভাব ফেলে সেটা পরীক্ষা করা হবে। পাশাপাশি পৃথিবীতে থাকছেন স্কট কেলির হুবহু যমজ বা আইডেন্টিকাল টুইন এক ভাই তার সঙ্গেও তুলনা করে দেখা হবে দুই ভাইয়ের শারীরিক অবস্থার মধ্যে কী ফারাক হচ্ছে।
এত দীর্ঘ সময় একটানা কেউ আগে মহাকাশে কাটাননি। কেলি ও করনিয়েনকো এক বছর পর ফিরে আসলে এই ঘটনা রেকর্ড হয়ে থাকবে পুরো পৃথিবীতে। এমনকি মহাকাশেও।