ভ্যালেন্টাইন অতঃপর ভালোবাসা
প্রকাশিত হয়েছে : ৬:০০:০২,অপরাহ্ন ২৮ জানুয়ারি ২০১৫
বিনোদন ডেস্ক :: চিত্রনায়িকা দিতির পরিচালনায় টেলিছবিতে অভিনয় করলেন নাদিয়া আফরিন। নাম ‘ভ্যালেন্টাইন অতঃপর ভালোবাসা’।
লিখেছেন শারমিন চৌধুরী ইফশিতা। এতে অভিনয়ও করেছেন দিতি। তাদেরকে দেখা যাবে ননদ-ভাবির চরিত্রে।
গত বছরের নভেম্বরে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার বিজয় মুকুট জেতেন নাদিয়া আফরিন।
এরপর তিনি অভিনয় করেছেন তারিক মুহাম্মদ হাসান পরিচালিত ‘স্লো পয়জন’, ইফতেখার আহমেদ ফাহমির ‘আমার গল্প’ টেলিছবিতে। ‘ভ্যালেন্টাইন অতঃপর ভালোবাসা’ তার তৃতীয় কাজ। তিনি বললেন, ‘ আমার স্বপ্ন ছিলো দিতি ম্যাডামের সঙ্গে একই ফ্রেমে অভিনয় করা। তিনি এতো সহযোগিতা করেন যে, মন থেকেই অভিনয় চলে আসে!’
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড প্রযোজিত ‘ভ্যালেন্টাইন অতঃপর ভালোবাসা’ টেলিফিল্মটি আসছে ভালোবাসা দিবসে চ্যানেল আইতে প্রচার হবে।
এদিকে দিতি সর্বশেষ আসছে মা দিবস উপলক্ষ্যে নির্মাণ করেছেন নাটক ‘একটি পূর্ণাঙ্গ গল্পের সূচনা’। তিনি বললেন, ‘নতুন হিসেবে নাদিয়া আফরিন বেশ ভালো অভিনয় করেছে। অভিনয়ে যদি ধারাবাহিকভাবে লেগে থাকে তাহলে অভিনেত্রী হিসেবে তার আগামী দিনগুলো উজ্জ্বল থাকবে।’