ভুল তারিখেই সিলেটে বৈঠক করলেন সিইসি!
প্রকাশিত হয়েছে : ১০:৩৮:৩৪,অপরাহ্ন ১৪ মার্চ ২০১৯
নিউজ ডেস্ক:: ব্যানারে ভুল তারিখ রেখেই আইন-শৃঙ্খলা কমিটিতে বৈঠক করলেন সিইসি। বুধবার ৫ম উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে জেলা ম্যাজিস্ট্রেটের সম্মেলন কক্ষে এ বৈঠক করেন তিনি। ১৩ মার্চ বৈঠকটি করা হলেও ব্যনারে শোভা পাচ্ছে সভার তারিখ ১৪ মার্চ।
এ নিয়ে উপস্থিত কারো মাথা ব্যথা না থাকলেও সংবাদ মাধ্যমে প্রেরিত নিউজ এবং সংশ্লিষ্ট ছবি দেখে হতবাক সকলেই। এ নিয়ে সংশ্লিষ্টদের দায়িত্বহীনতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। ভুলের মধ্যে মিটিং করে সংশ্লিষ্টদের কাছ থেকে কতোটুকু শুদ্ধ বার্তা আসতে পারে- এ নিয়েও মন্তব্য করেছেন অনেকেই।