ভারতে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৫
প্রকাশিত হয়েছে : ১২:০৬:২৪,অপরাহ্ন ০১ মে ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের পশ্চিমবঙ্গে ট্রাক ও বরযাত্রী বহনকারী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বর-কনেসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন।
আজ শুক্রবার পশ্চিমবঙ্গের মাদারিহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশের সুপারিনটেন্ডেন্ট (এসপি) আকাশ মেঘারিয়া জানিয়েছেন, বরযাত্রী বহনকারী একটি বাস বীরপাড়া থেকে ফিরছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই বর-কনেসহ ১২ জন নিহত হয়।
ওই দুর্ঘটনায় ছয়জনকে আহত অবস্থায় শিলিগুড়ির নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আরও তিনজনের মৃত্যু হয়। আহত বাকি তিনজনের অবস্থাও গুরুতর।
পুলিশ ট্রাকটি জব্দ করেছে।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে।