বড়াইগ্রাম ট্র্যাজেডি : নিহত আলম স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ৭:৩৪:১৭,অপরাহ্ন ২৪ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: বড়াইগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুদাসপুরের অথৈ বাসের চালক নিহত আলম স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বাস টার্মিনাল চত্ত্বরে জাতীয় শ্রমিক জোট গুরুদাসপুর শাখার উদ্যোগে ওই স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জাতীয় শ্রমিক জোট গুরুদাসপুর শাখার সভাপতি মো. ফজলু প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা যুবলীগের সভাপতি মো. আলাল শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুরুদাসপুর উপজেলা জাসদের সভাপতি অধ্যক্ষ মো. মোকলেছুর রহমান এলিন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ সরকার, সাবেক পরিবহন সেক্রেটারী আমিন শেখ, জননেতা সরোয়ার বিশ্বাস, বাংলাদেশ ওয়ার্কস পার্টির গুরুদাসপুর উপজেলা শাখার আহবায়ক অধ্যক্ষ মতিউর রহমান মতিন, গুরুদাসপুর পৌর জাসদের সভাপতি রফিক ফকির, সাধারন সম্পাদক এস এম সবুজ আহমেদ প্রমুখ।
বক্তারা নিহত বাস চালক আলম ছাড়াও নিহতেদর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও তাবারক বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন গুরুদাসপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যধক্ষ হারুন-অর রশীদ রতন।