বড়লেখায় মিথ্যা মামলা রুজুর দায়ে বাদীর সাজা
প্রকাশিত হয়েছে : ২:৫১:১৯,অপরাহ্ন ২৪ জুন ২০১৫
বড়লেখা প্রতিনিধি::
মৌলভীবাজারের বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মিথ্যা মামলা রুজুর দায়ে রফিক উদ্দিন নামের এক সিআর মামলার বাদীকে এক মাসের সাজা প্রদানের আদেশ দিয়েছেন।
আদালত সূত্র জানায়, উপজেলার উত্তর লঘাটি গ্রামের মৃত হারিস আলীর ছেলে রফিক উদ্দিন একই গ্রামের কালা মিয়ার ছেলে আজিজুর রহমানের বিরুদ্ধে তার ভাইকে দুবাই প্রেরণের নামে বিভিন্ন দাগে ২ লাখ ৬৮ হাজার ৫৭০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আদালতে মামলা করেন (সিআর-১০৪/১৪)। স্বাক্ষ্য প্রমাণে ঘটনাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় গত মঙ্গলবার (২৩ জুন) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন মামলার বাদীকে মিথ্যা মামলা রুজুর দায়ে এক মাসের সাজা প্রদান করেন।