ব্লগার ওয়াশিকুর রহমানকে কুপিয়ে হত্যা
প্রকাশিত হয়েছে : ৭:০৬:৪৮,অপরাহ্ন ৩০ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক :: রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়ি এলাকায় ওয়াশিকুর রহমান (২৭) নামে এক ব্লগারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে জিকরুল্লাহ ও আরিফুল ইসলাম নামে দুজনকে আটক করেছে পুলিশ।
সোমবার সকাল ১০টার দিকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়ার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে।