বেতন পান মৃত সৈনিক
প্রকাশিত হয়েছে : ৫:২০:৪৮,অপরাহ্ন ০২ ডিসেম্বর ২০১৪
আন্তর্জাতিক ডেস্ক::
মৃত সৈনিক আবার কেমন করে বেতন পাই? এমনটাই ভাবছেন তো? ভাববারই কথা। কিংবা অবাক হবারই পালা। তবে সম্প্রতি ইরাকে এমনই একটি তথ্য প্রকাশ করা হয়েছে।
ইরাকের একটি তদন্ত চলাকালীন উঠে এসেছে এই অদ্ভুত তথ্য। সেখানকার সেনাবাহিনীতে রয়েছে প্রায় পঞ্চাশ হাজার ভুয়ো সেনা, যারা নিয়মিত বেতন পাচ্ছেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সরকারের কাছে এতদিন এইসব নকল সেনাদের সমস্ত নথিই আসল বলে লিপিবদ্ধ ছিল।
সম্প্রতি বিবিসির সূত্রে পাওয়া গেছে এই খবর। ব্যাপারটা এবার একটু খুলেই বলা যাক। সরকারি খাতায় নাম রয়েছে, প্রতিমাসে সেইসব সেনাদের নামে বেতন গোনা হচ্ছে, অথচ বাস্তবে তাদের কোনো অস্তিত্ব নেই, নয়তো তারা সেনাবাহিনী থেকে দীর্ঘদিন অনুপস্থিত। এদের আখ্যা দেওয়া হয়েছে ভুতুড়ে সেনা নামে।
প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানা গিয়েছে, শেষ বেতন পরিশোধের পরপরই ঘটনাটা সরকারের নজরে আসে। আর তখনই শুরু হয় তদন্ত। এমনকী ঘটনার তদন্ত করে এর মূল উৎস খুঁজে বের করতে তৎপর হয়েছেন স্বয়ং ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদিও।
সরকারের অনুমান এই অর্থ আত্মসাতের পিছনে সেনাবাহিনীর কিছু দুর্নীতিগ্রস্ত কর্তা জড়িত।
এমনকী ওই ভুয়া সেনাদের মধ্যে নিহত বা সেনাবাহিনী ছেড়ে চলে যাওয়া সৈন্যদেরও উল্লেখ রয়েছে বলে তদন্ত থেকে উঠে এসেছে।
ইরাকের সেনাবাহিনী গড়ে তুলতে প্রচুর ডলার অনুদান দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। আর তার নয়ছয় করেছে এইসব দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারা। এমনকী ইদানীংকালে আইএস জঙ্গিদের দুর্নীতি প্রতিরোধেও ইরাকের সেনাদের ব্যর্থতার পিছনে এইসব সাম্প্রতিক দুর্নীতি দায়ী বলেই মনে করছে ইরাক প্রশাসন৷