বুরুন্ডিতে সেনা অভ্যুত্থান!
প্রকাশিত হয়েছে : ১:১১:৩৬,অপরাহ্ন ১৩ মে ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক::
আফ্রিকার দেশ বুরুন্ডিতে প্রেসিডেন্ট এনকুরুজিজার সরকারকে উৎখাত করে অভ্যুত্থান ঘোষণা দিয়েছেন সেনাবাহিনীর একজন জেনারেল।
গোডফ্রয়েড নিয়োমবারেহ নামে ওই জেনারেল জানান, এনকুরুজিজার তৃতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের ঘোষণায় সৃষ্ট অস্থিরতা দূর করতে ‘সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা’ তাকে ‘পদচ্যুত’ করেছেন।
তবে, অভ্যুত্থান ঘোষণাকারী নিয়োমবারেহের পক্ষে কেমন সমর্থন রয়েছে তা স্পষ্ট জানা যায়নি। যদিও অভ্যুত্থান ঘোষণার আগে রাষ্ট্রীয় টেলিভিশন ভবন ঘেরাও করে ফেলে তার অনুগত সেনা সদস্যরা।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট এনকুরুজিজা এখন পার্শ্ববর্তী দেশ তানজানিয়ায় একটি সম্মেলনে রয়েছেন। সেখানে তিনি নিজের তৃতীয় দফায় প্রেসিডেন্ট পদে নির্বাচন নিয়ে আলাপ করছেন।