বিশ্বের সবচেয়ে পাতলা ফোন আনছে ভিভো
প্রকাশিত হয়েছে : ৮:৪০:২১,অপরাহ্ন ১৪ নভেম্বর ২০১৪
তথ্যপ্রযুক্তি: বিশ্বের সবচেয়ে পাতলা ফোন আনছে মোবাইল ডিভাইস নির্মাতা কোম্পানি ভিভো। আগামী ডিসেম্বরেই ডিভাইসটির উদ্বোধন করা হবে। প্রতিষ্ঠানটি সম্প্রতি নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এ তথ্য জানায়।
বর্তমানে বিশ্বের সবচেয়ে পাতলা ফোন হচ্ছে ওপ্পো আরফাইভ। মাত্র ৪ দশমিক ৮৫ মিলিমিটার পুরুত্বের ফোনটির নির্মাতা চীনভিত্তিক প্রতিষ্ঠান ওপ্পো। ভিভো তাদের ওয়েবসাইটে জানায়, আগামী ডিসেম্বরেই তারা আনতে যাচ্ছে ৩ দশমিক ৮৫ মিলিমিটার পুরুত্বের স্মার্টফোন। আর এটিই হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন ডিভাইস। জানা যায়, ভিভো ও ওপ্পোর মূল প্রতিষ্ঠান ব্রাজিলভিত্তিক বিবিকে ইলেকট্রনিকস।
vivoসাইটটিতে নতুন স্মার্টফোনটির আল্ট্রা থিন বডি প্রদর্শন করা হয়েছে। তবে ডিভাইসটি সম্পর্কে বেশকিছু তথ্য এরই মধ্যে প্রকাশ করেছে চীনা সরকারি এজেন্সি টেন্না। টেন্নার তথ্য অনুযায়ী, ৫ দশমিক ৫ ইঞ্চি ডিসপ্লের ডিভাইসটিতে ব্যবহার করা হবে অ্যান্ড্রয়েড ৪.৪.৪ (কিটক্যাট) অপারেটিং সিস্টেম। ১ দশমিক ৭ গিগাহার্টজ গতির মিডিয়াটেক প্রসেসর ব্যবহার করা হবে ভিভো এক্সফাইভ ম্যাক্স ডিভাইসটিতে। ২ গিগাবাইট র্যাম-সংবলিত ডিভাইসটিতে আরো রয়েছে ১৩ মেগাপিক্সেলের ব্যাক ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
এর আগেও ভিভো পাতলা স্মার্টফোন বাজারে এনেছে। ২০১৩ সালে প্রতিষ্ঠানটি বাজারে আনে মাত্র ৫ দশমিক ৭৫ মিলিমিটার পুরো ডিভাইস এক্সথ্রি। সে সময় এক্সথ্রিই ছিল বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন।