বিউটি পার্লারে অনৈতিক কার্যকলাপ, ১০ নারী-পুরুষ আটক
প্রকাশিত হয়েছে : ৯:১৯:০৪,অপরাহ্ন ২৪ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানার বড়পুল এলাকার মীনা বিউটি পার্লার থেকে ৯ নারী ও এক পুরুষকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তাদের আটক করা হয়।
থানায় জিজ্ঞাসাবাদ শেষে রাত ২টার দিকে আটকের সত্যতা স্বীকার করে হালিশহর থানার ডিউটি অফিসার এস আই রফিকুল ইসলাম জানান, গোপনসূত্রে অসামাজিক কার্যকলাপ পরিচালিত হওয়ার খবর পেয়ে বড়পুলের মীনা বিউটি পার্লারে অভিযান চালানো হয়।
ওই পার্লারে অসামাজিক কার্যকলাপ পরিচালিত হওয়ার সত্যতা নিশ্চিত হয়ে ৯ নারী ও এক পুরুষকে আটক করা হয়। ।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানালেও তাদের নাম পরিচয় জানাননি এস আই রফিকুল ইসলাম।